দেশ

রাজ্যসভায় বিরোধীদের ‘শেম শেম’ স্লোগানের মাঝেই সাংসদ হিসাবে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধানবিচারপতি

নয়াদিল্লিঃ রাজ্যসভার সদস্যপদে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ। বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন প্রধানবিচারপতি যখন শপথ নিচ্ছেন, কংগ্রেস তখন চেঁচাচ্ছে আর স্লোগান দিচ্ছে, ‘শেম শেম’, ‘ডিল ডিল’। ৬৫ বছর বয়সী রঞ্জন গগৈ-এর প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন গত বছর নভেম্বর মাসে। গগৈ-ই দেশের প্রথম প্রাক্তন প্রধানবিচারপতি, যিনি রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন। তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চই সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল যুদ্ধ বিমান, অযোধ্যায় রামমন্দিরের মতো গুরুত্বপূর্ণ রায় দেয়।গত ১৬ মার্চ রঞ্জন গগৈ-কে রাজ্যসভায় সদস্য পদে মনোনীত করেন রাষ্ট্রপতি। সোমবার রাতেই তা ঘোষণা করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।