নয়াদিল্লিঃ রাজ্যসভার সদস্যপদে শপথ নিলেন দেশের প্রাক্তন প্রধানবিচারপতি রঞ্জন গগৈ। বৃহস্পতিবার তাঁর শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন প্রধানবিচারপতি যখন শপথ নিচ্ছেন, কংগ্রেস তখন চেঁচাচ্ছে আর স্লোগান দিচ্ছে, ‘শেম শেম’, ‘ডিল ডিল’। ৬৫ বছর বয়সী রঞ্জন গগৈ-এর প্রধান বিচারপতি অবসর গ্রহণ করেন গত বছর নভেম্বর মাসে। গগৈ-ই দেশের প্রথম প্রাক্তন প্রধানবিচারপতি, যিনি রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন। তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চই সবরীমালায় মহিলাদের প্রবেশ, রাফাল যুদ্ধ বিমান, অযোধ্যায় রামমন্দিরের মতো গুরুত্বপূর্ণ রায় দেয়।গত ১৬ মার্চ রঞ্জন গগৈ-কে রাজ্যসভায় সদস্য পদে মনোনীত করেন রাষ্ট্রপতি। সোমবার রাতেই তা ঘোষণা করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


