োল্ককাটালকাতাঃ শনিবার সকাল থেকেই বাড়তি ট্রেন চালানো শুরু করবে মেট্রোরেল। টালা সেতু ভাঙার জেরে বিটি রোড থেকে কলকাতা দিকে এবং কলকাতা থেকে বিটি রোডের দিকে যাওয়া যানবাহনের পথ অনেকটাই বদলেছে। ব্যস্ত সময়ে যানজটে নাকাল হচ্ছে অফিসযাত্রীরা। রাজ্যের তরফে তাই বাড়তি ট্রেন চালাতে মেট্রোরেল কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে শনিবার থেকেই নোয়াপাড়া থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল।


