কলকাতা

রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩, আক্রান্ত ৫৭২, সুস্থ ১৩৯

রাজ্যে ১০৫ করোনা আক্রান্তের মৃত্যু, তবে করোনার কারণেই মৃত ৩৩: নবান্ন

রাজ্যে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৩ । পাশাপাশি রাজ্যে সক্রিয় আক্রান্ত বেড়ে ৫৭২। ইতিমধ্যেই আরও ১৫ জন সহ মোট সুস্থ হয়ে গিয়েছেন ১৩৯। কোভিডে আক্রান্ত হয়ে এই সংখ্যায় মৃত্যু এ রাজ্যে এই প্রথম। বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে এই সংখ্যাই বলেছেন মুখ্যসচিব রাজীব সিনহা। শুধু তাই নয়। মুখ্যসচিব এই দিন এও বলেন, ‘এখনও পর্যন্ত করোনা পজিটিভ মোট ১০৫ জনের মৃত্যুর হয়েছে রাজ্যে। কিন্তু অডিট কমিটি খতিয়ে দেখার পরে ৩৩ জনের মৃত্যুর কারণ হিসেবে নির্ধারিত হয়েছে কোভিড ১৯। বাকি ৭২ জনের করোনা হলেও মৃত্যুর পেছনে অন্য কারণ ছিল।’ মুখ্যসচিবের দেওয়া এই তথ্য যে বিরোধীদের হাতে একটি বড় অস্ত্র তুলে দিতে চলেছে, তা আরবলার অপেক্ষা রাখে না। এমনিতেই গত কয়েক দিন ধরেই সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, করোনায় আক্রান্ত ও মৃতের তথ্য গোপন করার। একই অভিযোগ তুলছিল চিকিৎসক সংগঠনগুলোর একাংশও। দাবি করা হয়েছিল, আসলে করোনায় অনেক বেশি মানুষ মারা যাচ্ছেন এ রাজ্যে, কিন্তু সরকার তথ্যগোপন করছে।