জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১২ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময় আরও ৩জন সংক্রমিত ব্যক্তির সুস্থ হয়ে যাওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন ইতিমধ্যেই সুস্থ এবং মৃতদের বাদ দিয়ে বর্তমানে ৮৯ জন করোনা আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন কোনো মৃত্যুর ঘটনা সামনে না আসায় এখনো রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ ই রয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে অন্যান্য সূত্রে ভিন্ন পরিসংখ্যান দেওয়ার প্রসঙ্গে মুখ্য সচিব বলেন এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। রাজ্যে কোন করনা আক্রান্তের মৃত্যু হলে তা বিস্তারিত তথ্য রাজ্য সরকারের গঠিত অডিট কমিটির কাছে পাঠানো হচ্ছে । তারা রোগীর মৃত্যু করোনা সংক্রমণের কারণে হয়েছে একথা নিশ্চিত করার পরেই মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। কলকাতা পুরসভা বা অন্য কোন স্থানীয় প্রশাসনের মৃত্যু শংসাপত্র দেওয়ার কোন অধিকার নেই বলেও মুখ্য সচিব জানিয়েছেন। করোনা মোকাবিলার পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে সরকারের গৃহীত পদক্ষেপ মুখ্যসচিব তুলে ধরেন। তিনি বলেন গতকাল থেকে আজ পর্যন্ত আরো দুই হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৮ হাজারের বেশি পিপি ই, ১০ হাজারের বেশি এন৯৫ মাস্ক এবং অন্যান্য নানা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। নতুন কুড়িটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। বর্তমানে রাজ্যে ৪ হাজার ৮৩০ জন মানুষ সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে এবং ৪৪ হাজারের বেশি মানুষ নিজের বাড়িতে কোয়ারেন্টাইন আছেন বলে মুখ্য সচিব জানান। অন্যদিকে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের টাস্কফোর্সের সদস্য অভিজিৎ চৌধুরী জানান রাজ্যে করোনা সংক্রমনের হার কিছুটা কমছে বলে ইঙ্গিত মিলছে।লকডাউন এবং সর্তকতা বিধি মেনে চললে অল্পদিনের মধ্যে সুফল মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এখনও কিছু সংখ্যক মানুষ লকডাউন কে উপেক্ষা করার যে প্রবণতা দেখাচ্ছেন তাতে অবিলম্বে লাগাম টানার তিনি আবেদন জানিয়েছেন।