জানা গেছে, রাত থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রবল গোলাবর্ষণ শুরু হয় ওপার থেকে। নিহত হন তিন সাধারণ নাগরিক ও এক সেনা জওয়ান। হামলার জোরদার জবাবও দেওয়া হয় ভারতীয় সেনাবাহিনীর তরফে। সেনাবাহিনী সূত্রের খবর, বুধবার রাত থেকেই উত্তর-কাশ্মীরের উরি সেক্টরে মর্টার হামলা শুরু করে পাকিস্তান। ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে ভারী মেশিনগান থেকে লাগাতার গুলি চালাতে থাকে পাক সেনারা। সীমান্তের গ্রামগুলিকে লক্ষ্য করেও গোলা ছোড়া হয় বলে জানা গেছে। গোলার মুখে নিহত এক ভারতীয় জওয়ান ও তিন সাধারণ গ্রামবাসী। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়েছে বুধবার রাত থেকে। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে বেশ কিছু পরিবার। ভারতীয় সেনাবাহিনীর তরফেও মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালানো হচ্ছে একটানা।


