জেলা

রায়গঞ্জে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিনের প্রচেষ্টা বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ রায়গঞ্জ শহরের সোহারই মোড় সংলগ্ন এলাকায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশও ৷ যদিও এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷ আশপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল স্থানীয়দের মধ্যে ৷