বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিনের প্রচেষ্টা বেশ কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷ রায়গঞ্জ শহরের সোহারই মোড় সংলগ্ন এলাকায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুনকে নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশও ৷ যদিও এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী ৷ আশপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল স্থানীয়দের মধ্যে ৷