দেশ

রাষ্ট্রপতি ভবনেও কোভিড ১৯-এর আতঙ্ক! করোনার পরীক্ষা করাবেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

নয়াদিল্লিঃ এবার রাষ্ট্রপতি-ভবনেও কোভিড ১৯-এর আতঙ্ক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন হোম কোয়ারান্টিনে থাকা বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং। এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, তিনি করোনার পরীক্ষা করাবেন। প্রয়োজনে হোম কোয়ারান্টিনে থাকতে হবে। তা রুখতে হবে। গায়িকা কনিকা কাপুর বিদেশ থেকে ফিরে লখনউয়ে পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং। তাঁরা এরপর স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই পার্টির পর সাংসদ দুষ্মন্ত সিং গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। তা প্রকাশ্যে আসতেই করোনা-সংক্রমণের আশঙ্কা তৈরী হয়। বসুন্ধরা-পুত্র দুষ্মন্ত রাষ্ট্রপতি ভবনে গিয়ে ব্রেকফাস্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সাংসদদের সাহচর্যে আসেন দুষ্মন্ত। তাতেই তৈরি হয়েছে জল্পনা। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, আজ করোনা ভাইরাসের পরীক্ষা করিয়ে নেবেন রামনাথ কোবিন্দ । সরকারের কোরোনা সংক্রান্ত সকল নির্দেশিকা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। আপাতত তাঁর পরবর্তী সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলেও রাষ্ট্রপতি ভবন সূত্রে জানান হয়েছে ।

রাষ্ট্রপতি ভবনের ব্রেকফাস্ট পার্টি