দেশ

রাস্তার উপরেই ইমারজেন্সি ল্যান্ডিং বায়ুসেনার চপারের

ওড়ার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল যান্ত্রিক ত্রুটির জেরে রাস্তার উপরেই ইমারজেন্সি ল্যান্ডিং করাতে হল ভারতীয় বায়ুসেনার এক চিতা হেলিকপ্টারকে। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। হেলিকপ্টারটিরও কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেস থেকে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা দিয়েছিল বায়ুসেনার ওই চিতা হেলিকপ্টারটি। কিন্তু যান্ত্রিক গোলযোগ হওয়ায় উত্তরপ্রদেশের বাঘপতে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উপর ইমারজেন্সি ল্যান্ডিং করাতে হয়। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ হিন্দন এয়ারবেস থেকে উড়ে যায় বায়ুসেনার ওই চপার। দু’আসনের এই হেলিকপ্টারে পাইলট ছাড়াও এক জওয়ান ছিলেন। কিছুদূর যাওয়ার পরেই যান্ত্রিক গোলযোগ বুঝতে পারেন পাইলট। তিনি এয়ারবেসে খবর দিয়ে ইমারজেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান। সেই সময় বেসে ফিরে আসা মুশকিল ছিল বলে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেওয়ের উপর মাভিকালান গ্রামের কাছে ল্যান্ডিং করে সেই হেলিকপ্টার। বাঘপতের পুলিশ সুপার প্রতাপ গোপেন্দ্র যাদব জানিয়েছেন, খবর পেয়েই সেখানে পুলিশে টিম পাঠিয়ে দেওয়া হয়।