দেশ

রাহুলের সভাপতি পদ থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ খারিজ করল ওয়ার্কিং কমিটি

২৩ মে ভোটের ফলাফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই রাহুল বুঝতে পেরেছিলেন তাঁর নেতৃত্বে কাজ হচ্ছে না। আগের দিনই সাংবাদিক বৈঠক করে হারের যাবতীয় দায় নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সভাপতির পদ থেকে রাহুল গান্ধি পদত্যাগ করতে চাইলেও তা খারিজ করে দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে রাহুলের সেই ইস্তফাকে ফিরিয়ে দেওয়া হয়। সংগঠনের দুর্বলতা রয়েছেন মেনে নিয়েই ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিরোধী দল হিসেবে মোদিকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা একমাত্র রাহুলেরই রয়েছে। সেকারণেই তাঁকেই সভাপতি পদে থাকতে হবে।