কলকাতা

রাহুল সিনহাকে ঘিরে তুমুল বিক্ষোভ, উত্তপ্ত বইমেলা

মারধর মহিলা পুলিশকর্মীকে

সিএএ বিক্ষোভের আঁচ এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। শনিবার নজীরবিহীনভাবে কলকাতা বইমেলাতে বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল পড়ুয়া। রাহুল সিনহাকে ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। বইমেলা চত্বরেই এরপর বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশ।বইমেলাতেও সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতার আঁচ। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে প্রবল বিক্ষোভ পড়ুয়াদের। এদিন বিশ্ব হিন্দু পরিষদের ‘জনবার্তা’ স্টলে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। কিন্তু হঠাৎ করেই সেখানে পৌঁছে যান শ’খানেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তাঁরা সিএএ-এনআরসি বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে সেখানে উপস্থিত জনা কয়েক বিজেপি কর্মী। ফলে দুপক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। মুহূর্তে ধুন্ধুমার বেঁধে যায় বইমেলা চত্বরে। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারী পড়ুয়াদের। পুলিশ তাঁদের বইমেলা চত্বর থেকে বের করার চেষ্টা করলে বাধা দিতে থাকেন তাঁরা। পুলিশও মাইক হাতে তাঁদের শান্ত হতে আহ্বান জানাতে থাকেন।  বিক্ষোভকারীদের কয়েক জনকে বইমেলার ভেতরে বিধাননগর পুলিশের কন্ট্রোল রুমে আটক করা হয়। পরে বিক্ষোভকারীদের বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশকর্মীকে ঘুসি ও মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলে অশান্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোকারীরা।