জেলা

লকডাউনের জেরে আটকে পড়া ৫২ জন রেলকর্মীদের বাড়ি ফেরালেন মুখ্যমন্ত্রী

লকডাউনের জেরে পানাগড়ে আটকে থাকা পূর্ব রেলের কর্মীদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নির্দেশে ৫২ জন রেলকর্মীকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছে প্রশাসন । আর কয়েকদিন ধরে আটকে থাকার পর আজ বিকেলে বাড়ি ফেরেন তাঁরা।

দেখে নিন ঘটনাটার পরপর এস এম এসের তথ্য

দিদি, আমরা সবাই হাওড়া ইষ্টান রেলওয়ে স্টাফ, আমরা এখন পানাগড়ে কাল সাড়ে ৭টা থেকে আটকে আছি।     আপনাকে মেধা  তাই সব কিছু জানিয়েছে আপনি কিছু একটা করুন আমার মোবাইল নম্বর। আমাদের কাছে খাবার বলে আর কিছু নেই। সকাল ১১টা ২৬ মার্চ ২০২০। Our hon’ble CM took the initiative then & there. দিদি, আমরা সবাই পানাগড় থেকে রওনা দিলাম হাওড়ার দিকে। দুপুর ১২টা ২৬ মার্চ ২০২০ দিদি, বিকেল ৪টের সময় হাওড়াতে পৌঁছেছি এখন মেডিকেল করে বাড়ি ফিরছি। আপনার মারফত আমাদের সাবার প্রিয় দিদিকে ও আমাদের সকলের তরফ থেকে প্রনাম জানাই। বিকেল ৪টে ২৬ মার্চ ২০২০।