জেলা

লকডাউনের মধ্যেই মদের দোকানে চুরি

আলিপুরদুয়ারঃ দুটি বন্ধ দরজার কড়া ভেঙে মদের দোকানে চুরির ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। রবিবার রাতে আলিপুরদুয়ার থানার মথুরা হাটখোলায় একটি মদের দোকানে ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে দোকানের এক কর্মী পথ কুকুরদের খাবার দিতে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। লকডাউন পিরিয়ডে অনেকদিন থেকেই আলিপুরদুয়ারে মদ নিয়ে হাহাকার চলছে। এরইমধ্যে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে মথুরার ওই মদের দোকানে ছুটে গিয়েছে সোনাপুর ফাঁড়ির পুলিশ। কত পরিমান চুরি হয়েছে তার হিসেব এখনও না পাওয়া গেলেও অন্তত  লক্ষাধিক টাকার বিলাতি মদ চুরি হয়েছে বলে অনুমান। তবে নিছক নেশা করতে না কালোবাজারে চড়া দামে বিক্রি করতে এই চুরি, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যেই দোকানের এক কর্মীকে আটকও করেছে পুলিশ।