লকডাউনের ত্রাণ বিলি করতে গিয়ে জনতার মারে মাথা ফাটল ওসির। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। সেখানে ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে জনতার রোষের মুখে পড়ে পুলিস। তারপরেই পুলিসের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। করোনা ভাইরাসে লকডাউনে ত্রাণ পাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগানর একাধিক জায়গায় বিক্ষোভ চলছে। বুধবার বাদুড়িয়ায় থালা হাতে নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। পুলিস ঘটনাস্থলে এলে উত্তেজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা। পুলিসের উপর চড়াও হলেন বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ঘটনায় মাথা ফেটে যায় ওসির। আহত হয়েছেন আরও চার পুলিসকর্মী। বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিসকে। শেষে পরিস্থিতি আয়ত্তে আনতে বসিরহাট এসডিপিওর নেতৃত্বে ব়্যাফ নামানো হয় এলাকা। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।