পঞ্জাবঃ আজ সকালেই ধুন্ধুমার পঞ্জাবের পাতিয়ালা সবজি বাজারে। লকডাউনের মধ্যে পাঞ্জাবের পাতিয়ালায় একদল মানুষকে রাস্তায় ঘোরাফেরা করার থেকে আটকাতে গিয়েছিল পুলিশ। ফলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে এক দল হামলাকারীর। হামলাকারীদের একজন এক পুলিশ আধিকারিকের হাত কেটে নেয়। ঘটনার জেরে আহত হন আরও দুই পুলিশ আধিকারিক। গ্রেফতার করা হয় ৭ অভিযুক্তকে। রবিবার সকালে পাঞ্জাবের পাতিয়ালা সবজি বাজারে জটলার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পুলিশ কর্মীরা। লকডাউনে ভিড় না করে এলাকা খালি করে দিতে বললে এক দল হামলাকারী পুলিশের উপরে চড়াও হয়। এরপরই পুলিশের সঙ্গে প্রথমে বচসা, পরে মারামারি শুরু হয়। মারামারির সময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ আধিকারিক এএসআই হরজিত্ সিং-এর হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে। বাকি পুলিশ কর্মীরা তখন হামলাকারীদের থামাতে গেলে তাঁরাও আহত হন। এরপরই পালিয়ে যায় হামলাকারীর দল। ইতিমধ্যেই আহত পুলিশ আধিকারিক এএসআই হরজিত্ সিংকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই অস্ত্রোপচার করতে শুরু করেন চিকিত্সকরা। এই ঘটনার কথা জানতে পেরে দুঃখ প্রকাশ করেন পাঞ্জাব পুলিশের ডিজিপি।