দেশ

‘‌লখনউ ১৪৪ ধারা জারি আছে, আসবেন না’‌, তৃণমূল প্রতিনিধি দলকে বার্তা ডিজি ওপি সিং-এর

উত্তরপ্রদেশঃ আজ লখনউ যাওয়ার কথা চার সদস্যের তৃণমূল প্রতিনিধি দলের। দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে যাবেন সাংসদ প্রতিমা মন্ডল, মহম্মদ নাদিমুল হক এবং আবীর বিশ্বাস। পুলিসের গুলিতে মৃতদের পরিবার এবং জখমদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের। কিন্তু রবিবার সকালেই উত্তর প্রদেশের ডিজি ওপি সিং সাফ বলে দিয়েছেন, ১৪৪ ধারা জারি থাকায় তৃণমূল প্রতিনিধিদের লখনউ ঢুকতে দেওয়া হবে না। সাংবাদিকদের মাধ্যমে তৃণমূলের উদ্দেশ্যে দেওয়া বার্তায় ডিজি বলেছেন, ‘‌আমরা জানতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা খানে আসতে চাইছেন। আমরা তাঁদের এটার অনুমতি দেব না কারণ এলাকায় ১৪৪ ধারা জারি আছে। ওঁরা এলে বিমানবন্দর থেকেই ওঁদের ফেরত পাঠানো হবে। আর এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’‌ ডিজি এদিন জানিয়েছেন, সারা রাজ্যে এপর্যন্ত ১৫ জন মারা গিয়েছে। ২৮৮ জন পুলিসকর্মী জখম হয়েছেন। ৮৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজনা ছড়াতে পারে, সেই আশঙ্কায় ৫০০০ মানুষকে সন্দেহের তালিকাভুক্ত করা হয়েছে। বিক্ষোভ সামলাতে রাজ্যের সব কটি জেলায় পুলিস, আধাসামরিক বাহিনী, র‌্যাফ, প্যাক, কিউআরটি টহল দিচ্ছে। বিক্ষোভ, ভাঙচুরের কারণে এপর্যন্ত ১৩৫টি ফৌজদারি মামলা রুজু হয়েছে।