কর্মচারীদের লাগাতার ধর্মঘটে স্তব্ধ হিন্দুস্তান অ্যারোনটিকস বা হ্যাল। বেতন সংস্কারের দাবিতে সারা দেশে হ্যালের প্রায় ১৯ হাজারেরও বেশি কর্মী-অফিসার রাষ্ট্রায়ত্ত এই সংস্থার কাজ বন্ধ করে দিয়েছেন। কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক এস চন্দ্রশেখর জানিয়েছেন, হ্যালের ৯টি কারখানাই বন্ধ। তাঁরা মোট বেতন ৩৫ শতাংশ ও ভাতা ১১০-১৪০ শতাংশ বাড়ানোর দাবি করছেন। গত ২ বছর ধরে বেতন সংস্কার বকেয়া পড়ে রয়েছে। কর্তৃপক্ষ ২২ শতাংশের বেশি বেতন বাড়াতে নারাজ। ধর্মঘটীরা বেঙ্গালুরুতে বিক্ষোভও দেখান। ৫৫ বছরের হ্যালের বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোরাপুট, কোরওয়া, কানপুর, লখনউ এবং নাসিকে কারখানা রয়েছে। হ্যাল কর্তৃপক্ষ এই ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেছে। উল্লেখ্য, বিমানবাহিনীর বিমানগুলির রক্ষণাবেক্ষণ করে হ্যাল।