জেলা

লাচেনে তুষারপাত, সকালে থেকেই শিলাবৃষ্টি শিলিগুড়িতে, কাঁপছে উত্তরবঙ্গ

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দপ্তর থেকে আগে জানিয়ে ছিল, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি ও সেইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ সেই সম্ভাবনা সত্যি প্রমাণিত হল আজ ৷ সকাল থেকে একদিকে যেমন সিকিমের লাচেনে একনাগাড়ে তুষারপাত হয়ে চলেছে ৷ ঠিক তেমনই শিলিগুড়িতে একাধিক জায়গায় সকাল থেকে শিলাবৃষ্টি ৷ ফলে একে ঠাণ্ডা তার উপর শিলাবৃষ্টি। সব মিলিয়ে ঠান্ডার চাদরে মুড়েছে জনজীবন ৷ প্রবল ঠান্ডায় বিপর্যস্ত বাসিন্দারা। সুনসান হয়ে গিয়েছে শিলিগুড়ির রাস্তাঘাট। পাহাড়েও শীতের প্রকোপ বেড়েছে। শুক্রবার সকাল থেকেই আচমকা শিলাবৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়িতে। শহরের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির খবর মিলেছে। হাকিম পাড়া সুভাষপল্লি ইস্টার্ন বাইপাস সহ বেশ কিছু এলাকায় শিল কুড়োতেও দেখা গিয়েছে ছোটোদের। তাপমাত্রার পারদ দ্রুত কমছে। এদিকে তুষারপাত শুরু হয়েছে সিকিমের লাচেনে। যেসব পর্যটকেরা সেখানে রয়েছেন, তারা জানিয়েছেন প্রবল ঠান্ডা আর তুষারপাতের ফলে গোটা এলাকা সাদা হয়ে গিয়েছে। শীতকে জমিয়ে উপভোগ করছেন পর্যাটকরা।

একনজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা —

🔴 দার্জিলিং- ১.৪

🔴 কালিম্পং- ৪.৫

🔴 শিলিগুড়ি- ৬.৭

🔴 জলপাইগুড়ি- ৮.৪

🔴 বালুরঘাট- ৯

🔴 কোচবিহার- ৮.৪

🔴 মালদহ- ১১.১

শিলিগুড়িতে শিলাবৃষ্টি