কলকাতাঃ প্রায় ১১ বছর লাল-হলুদ জার্সিতে খেলেছেন। শুক্রবার সেই ইস্টবেঙ্গলকে হারানোর জন্য বিপক্ষের অন্যতম হাতিয়ার লাল-হলুদের এককালের ঘরের ছেলে সৌমিক দে।শুক্রবার কলকাতা লিগে রেনবোর বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ইস্টবেঙ্গলের এককালের ঘরের ছেলে সৌমিক দে’কে হাতিয়ার করে তৈরি রেনবোও। তবে ইস্টবেঙ্গলকে হারানোর অঙ্ক কষতে গিয়ে কেবলই হোঁচট খাচ্ছেন সৌমিক দে। কারণটা আর কিছুই নয়। লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো ঘুরিয়ে–ফিরিয়ে দল নামান। ঠিক সেই কারণে হোমওয়ার্কে অসুবিধা হচ্ছে রেনবো কোচের। তিনি জানিয়েছেন, “একই দল না খেলানোয় ওদের দলের মধ্যে বোঝাপড়া ঠিক নেই। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট।”লিগ জয়ের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। কিন্তু কোলাডোদের হেডস্যার আলেসান্দ্রো হাল ছাড়েননি। ম্যাচের ঠিক আগেরদিন অনুশীলন না করাটাকে প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। কানাঘুষো শোনা গিয়েছে, শুক্রবারের ম্যাচে লালরিনডিকা রালতে’কে হয়ত প্রথম এগারোতে রাখবেন না আলেসান্দ্রো।অন্যদিকে, ইস্টবেঙ্গলকে সম্মান জানিয়ে রেনবো কোচ সৌমিক জানিয়েছেন, “অনেক বছর ইস্টবেঙ্গলে খেলেছি। এখনও লাল-হলুদ রঙটা একটা ইমোশন। কিন্তু এখন আমি রেনবোতে আছি। তাই রেনবো নিয়েই ভাবছি। মোহনবাগানের বিরুদ্ধে আমার দল খুব ভাল খেলেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও সেই খেলাটাই যদি খেলতে পারি তাহলে নিশ্চয় ম্যাচ জিতব।”