হুলিমাভু লেকের জল উপচে পড়ে ২৫০ টি বাড়িকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ওই লেক এলাকায় কয়েকজন ব্যক্তি আর্থমুভার দিয়ে একটি পাইপকে বসানোর চেষ্টা করছিলেন। আর সেই কাজের সময়ই ঘটে যায় বিপত্তি। ভেঙে যায় লেকে তট। প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বেঙ্গালুরুর মেয়র গৌতম কুমার বিষয়টি নিয়ে বেশ অসন্তুষ্ট। তিনি জানিয়েছেন, কিভাবে লেকের জল প্লাবিত হয়েছে, তা নিয়ে তদন্ত করা হবে। আর তদন্তের ফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বেঙ্গালুরু পুরসভা থেকেই ব্যবস্থা নেওয়া হবে ।