মালদা

লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে ১২৯ তম বাবা লোকনাথের তিরোধান উৎসব

হক জাফর ইমাম, মালদাঃ লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে ১২৯ তম বাবা লোকনাথের তিরোধান উৎসব পালন করা হয়।গত ৯ বছর ধরে এই নাট্য সংস্থার উদ্যোগে তিরোধান উৎসব পালন করেন সংস্থার সদস্যর।সোমবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় নাট্য সংস্থার নিজস্ব মন্দিরে ঢাক কাসর বাজিয়ে লোকনাথ পুজোর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোকনাথ নাট্য সংস্থার সভাপতি উজ্জল সাহা, সংস্থার সক্রিয় সদস্য শংকর মুখার্জি, মনি সাহা সহ অন্যান্য সদস্যরা। এদিন ফিতে কেটে পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সভাপতি উজ্জল সাহা। ঢাক কাসর বাজিয়ে মহাসমারোহে লোকনাথ পুজোর আয়োজন করা হয় এদিন। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় লোকনাথ পুজোর। সংস্থার সভাপতি উজ্জল সাহা জানিয়েছেন,১২৯ তম বাবা লোকনাথের তিরোধান উৎসব পালন করা হয় সংস্থার পক্ষ থেকে। গত ৯ বছর ধরে নিয়ম নিষ্ঠার সাথে তারা এই লোকনাথ পুজোর আয়োজন করে আসছেন। আগামী দিনেও সংস্থার উদ্যোগে এই পুজো করবেন।