লোকসভার ইতিহাসে দীর্ঘতম বাজেট বক্তৃতা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তা দিতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন। তার ফলে ভাষণ সম্পূর্ণ করতে পারলেন না তিনি।শনিবার সকাল ১১টায় বাজেট পড়তে শুরু করে দুপুর ১.৪০ মিনিটে তা শেষ করেন নির্মলা। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় শেষ দুটি পাতা পড়তে পারেননি তিনি। টানা দাঁড়িয়ে বাজেট পড়ার সময় কপালে ঘাম জমে ওঠে নির্মলার। তাঁকে মুখ মুছতে দেখা যায়। তাঁর রক্তচাপ এতটাই নেমে যায় যে তাঁকে লজেন্স খাওয়াতে হয়। হরসিমরৎ কৌর তাঁকে জলপান করান। তাঁকে বসতে পরামর্শ দেন দলীয় সাংসদরা। কিন্তু শেষ দুটি পাতা পড়া না হওয়ায় বসতে চাননি নির্মলা। অবশেষে শীর্ষ বিজেপি নেতা রাজনাথ সিং প্রায় জোর করে তাঁকে বসান। কিছুক্ষণ পর সামান্য সুস্থ বোধ করলে রাজ্যসভায় বাজেট পেশ করেন নির্মলা। এদিন মোট ২ ঘণ্টা ৪০ মিনিট বক্তৃতা দিয়েছেন নির্মলা, যা স্বাধীন ভারতে এখনও পর্যন্ত কোনও অর্থমন্ত্রীর রেকর্ড ভাষণ। এর আগে নির্মলার রেকর্ড ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট বাজেট বক্তৃতার। দেশের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে এমনিতেই বাজেট নিয়ে শিল্পমহলের সেভাবে কোনও প্রত্যাশা ছিল না। তার উপর বাজেট পড়তে পড়তেই নির্মলার পা টলে যাওয়া আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠা কি ফের অর্থনীতি নিয়ে সরকারের ফাঁপা আওয়াজেরই প্রতিফলন, প্রশ্ন জাগছে অর্থনৈতিক মহলের মনে।