কলকাতা পুজো

শহরবাসীকে মায়ের টানে, পুজোর গানে-র উপহার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন-এর

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ বাংলা ও বাঙালীর কাছে দুর্গা পুজো মানে এক মহোৎসব। দেবী দুর্গা মর্তে আসেন মহাসমারোহে। সুদূর কৈলাশ থেকে সন্তান-সন্ততি নিয়ে দেবী আগমন করেন মর্তধামে। দুর্গা পুজোকে কেন্দ্র করে বহু ঐতিহ্য জড়িয়ে আছে। যার মধ্যে পুজোর বই বা গান অন্যতম। পুজো মানেই নতুন গানের উপহার পাওয়া। এবার তেমনই এক উপহার শহরবাসীর জন্য নিয়ে এল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। দক্ষিণ কলকাতার অন্যতম পুজো উদ্যোক্তা এই ক্লাব শহর কলকাতার কাছে অতি

পরিচিত তাঁদের ঐতিহ্য এবং পম্পরার জন্য। কিনোটস মেলোডি-র উদ্যোগে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন-এর পূর্ণ সহযোগিতায় ও একান্ত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে দুর্গা পুজোর একটি গান। মায়ের টানে, পুজোর গানে আজ সেই গানের শুভ মুক্তি হয় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন-এর পুজো প্রাঙ্গণে। ক্লাবের খুদে সদস্য থেকে বয়ঃজেষ্ঠ সকলে মিলেই এই গানে সহযোগীতা করেছে। কন্ঠ দিয়েছেন ক্লাব সদস্য ও সদস্যারাই। ইতিমধ্যেই, শুরু হয়ে গিয়েছে এই পুজোর প্যান্ডেলে কাজ। জোর কদমে চলছে সেই কাজও।

https://www.facebook.com/banganews.net/videos/2113368228964828/