কলকাতা পুলিশে মহিলা কর্মীর সংখ্যা কম নয় । কিন্তু ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রশিক্ষণ তাদের ছিল না। ছিল না মহিলা কমান্ডো ফোর্স । সেই সূত্রেই কিছুদিন আগে নেওয়া হয় সিদ্ধান্ত । রাজ্য পুলিশ থেকে বেছে নেওয়া হয় ২০০ জন মহিলা কর্মীকে । তাদের মধ্য থেকে ৩০ জনকে বেছে নিয়ে তৈরি হল কলকাতা পুলিশের নতুন ফোর্স “ওয়ারিরর্স ।” আজ থেকে শুরু হল এই নতুন ফোর্সের যাত্রা । পুলিশ সূত্রে খবর, বিশেষ প্রশিক্ষিত মহিলা ফোর্স তৈরি করতে কিছুদিন আগে রাজ্য পুলিশ থেকে বিশেষভাবে বেছে নিয়ে ডেপুটেশনে কলকাতা পুলিশে আনা হয় ২০০ জনকে । তাদের মধ্যে থেকে মানসিক এবং শারীরিক ভাবে বেশি সক্ষম ৩০ জনকে বেছে নিয়ে তাদের দেওয়া হয় কমান্ডো ট্রেনিং । কলকাতা পুলিশের নিজস্ব ট্রেনিং স্কুলে তাদের দেওয়া হয় পুরুষদের সমতুল্য কমান্ডো
ট্রেনিং। অত্যাধুনিক অস্ত্র চালনাও শেখানো হয় তাঁদের । বাড়ানো হয় সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা । দেওয়াল বেয়ে উপরে ওঠা থেকে শুরু করে যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে তৈরি করা হয় ওই ৩০ জনকে । আপাতত তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে । আজ থেকেই শুরু হল ওই কমান্ডো বাহিনী । যাদের নাম দেওয়া হয়েছে “ওয়ারিয়র্স” ৷ আপাতত বড়দিনে পার্ক স্ট্রিট এলাকায় মোতায়েন করা হয়েছে এই বাহিনীর সদস্যদের । তাদের হাতে থাকবে লাইট ওয়েট অত্যাধুনিক রাইফেল । যে কুইক রেসপন্স টিমগুলি কাজ করে, আগামী দিনে তাঁদের সঙ্গেও যুক্ত করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এই কমান্ডোদের । লালবাজার সূত্রের খবর এমনটাই ।