জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ শহরে যানজট এড়াতে নতুন একটি ব্রিজ তৈরির পরিকল্পনা নিল কেএমডিএ। আর জি কর হাসপাতাল সংলগ্ন ক্যানেল ওয়েস্ট রোড এবং রাইচরণ সাঁধুখা রোডকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই সেতু তৈরির মাধ্যমে । খালের উপর দিয়ে তৈরি হবে এই সেতু। এর জন্য ইতিমধ্যেই দরপত্র প্রকাশ করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। খুব শীঘ্রই ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু করা হবে বলে তারা আশাবাদী। এই ব্রিজ তৈরি হলে একদিকে যেমন আরজিকর হাসপাতালে আসার ক্ষেত্রে সুবিধা হবে, তেমনই একই সঙ্গে কলকাতা স্টেশনের ট্রেনযাত্রীদেরও অনেকটা সুবিধা হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যানেল ওয়েস্ট রোডের উপরে গাড়ির অত্যধিক চাপ তৈরি হয়। এতে সমস্যায় পড়েন অফিস যাত্রী থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। এমনকি আটকে যায় আর জি কর হাসপাতালের উদ্দেশে আসা এম্বুলেন্সও। এই ব্রিজ দ্রুত তৈরি হলে সমস্যার সমাধান হবে অনেকটাই। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বক্তব্য কলকাতা স্টেশনে যখন দূরপাল্লার ট্রেন ছাড়ার সময় হয় তখন আরজিকর রোড থেকে কলকাতা স্টেশন অভিমুখে গাড়ির চাপ অনেক বেড়ে যায়। সেই চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় তাদেরই। তাই পরিকল্পনা অনুযায়ী এই ব্রিজ তৈরি হলে যান নিয়ন্ত্রণে অনেক সুবিধা হবে।