
শহিদ মিনারের সভার পরই কালীঘাটে গেলেন অমিত শাহ। কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফর ঘিরে কালীঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এদিন সভার শুরুতে শাহ বলেন, ”কালী মায়ের এই মহান মাটিকে আমার প্রণাম জানাই”। শহিদ মিনারের সভার শুরুতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। এদিন সভার শুরুতে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে গিয়ে শাহ বলেন, ”এভাবে আওয়াজ দিলে হবে! এভাবে আওয়াজ দিলে মমতাদিদির সরকার কি বিদায় নেবে?আরও জোরে আওয়াজ দিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্বের উপহার দিয়েছেন মোদী। সিএএ বিরোধীদের কানে যাতে পৌঁছোয়, তেমন আওয়াজ করুন”। এরপরই শাহ বলেন, ”মমতাদি বিজেপিকে বলতেন, জামানত সামলে রাখুন, আপনাকে বলছি, বিধানসভা নির্বাচনে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপি সরকার গড়বে। কোনও রাজপুত্র নয়, বাংলার ভূমিপুত্রের হাতেই শাসনভার থাকবে”। অন্যদিকে, অমিত শাহকে কালী মা’র ছবি উপহার দিল বঙ্গ বিজেপি বাহিনী। কালী মায়ের ছবি শাহের হাতে তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে, অমিত শাহকে ঘিরে কলকাতায় তুমুল উত্তেজনা। ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীদের।



