কলকাতা

শিক্ষকের পোস্টিংই এখন থেকে নিজেদের জেলায়, সরস্বতী পুজোয় নতুন উপহার মুখ্যমন্ত্রীর

শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা রাজ্যের। সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষাগুরুদের অভিনব উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এখন থেকে সব রাজ্য সরকারি স্কুলের শিক্ষকরাই তাঁদের নিজেদের নিজেদের জেলাতেই পোস্টিং পাবেন। এর ফলে পরিবারের থেকে দূরে থাকার দুশ্চিন্তামুক্ত হয়ে আরও ভালো করে শিক্ষাদানের কাজ করতে পারবেন শিক্ষকরা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। এদিন টুইটার পোস্টে মমতা লিখেছেন, ‘‌আমরা আমাদের শিক্ষকশিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক, তাঁদের সমাজে বিশাল অবদান আছে এবং তাঁরাই ছাত্রছাত্রীদের আগামী দিনের সত্যিকারের নেতা হিসেবে গড়ে তোলেন।’‌ সরস্বতী পুজোর আগের দিনকেই কেন তিনি এই ঘোষণার জন্য বেছে নিলেন, সেব্যাপারে মমতার ব্যাখ্যা, ‘‌সরস্বতী পুজোর প্রাক্কালই শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর উপযুক্ত সময়। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে সব শিক্ষকদেরই তাঁদের নিজেদের জেলাতেই পোস্টিং দেওয়া হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত তাঁদের পরিবারের প্রতি দায়িত্ব নিতেও যেমন সুযোগ দেবে তেমনই মানসিক শান্তিতে তাঁদের কাজ করতে সহায়ক হবে। এবং দেশ গড়ার কাজে তাঁরা পূর্ণ মনযোগ দিতে পারবেন। ওঁদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল।’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া শিক্ষক মহলে। ‌