কলকাতা

শিক্ষক নিয়োগে নয়া পদ্ধতির ইঙ্গিত পার্থর

কলকাতাঃ এবার রাজ্যে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে কিছুটা বদল আনার পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। শনিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে তাঁর এবিষয়ে বৈঠক হয়েছে। শুধু লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা হয়েছে সেই বৈঠকে।পার্থবাবু আরও জানিয়েছেন, ‘দীর্ঘ প্রক্রিয়ার জন্যই শিক্ষক নিয়োগে বিঘ্ন হচ্ছে।‘ আদালতে চলা বিভিন্ন মামলার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘এই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ। তাই সেই সুযোগে কেউ কেউ কোর্ট কাছারি করছেন। ফলে পুরো বিষয়টি বিলম্বিত হচ্ছে। তবে তিনি এও জানিয়েছেন, শিক্ষক নিয়োগের নয়া ব্যবস্থার পুরো বিষয়টি‌ই এখনও প্রাথমিক পর্যায়ে আলোচনার স্তরে রয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকদের বলা হয়েছে, এই মর্মে তাঁরা আগে একটি খসড়া তৈরি করবেন। তারপর তা বাস্তবায়িত করতে যা যা পদ্ধতিগত প্রক্রিয়া আছে, সেগুলি করা হবে। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষা থেকে শিক্ষা দফতরকে বারবার আদালতের চৌকাঠে হোঁচট খেতে হয়েছে। হবু শিক্ষকরা বারবার রাস্তায় নেমেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কখন অনশন, কখন আন্দোলন দেখে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্কুলের ব্ল্যাকবোর্ড ছেড়ে যদি শিক্ষকরা রাস্তায় নেমে আসে তাহলে পড়ুয়ারা কি শিখবে! এছাড়াও গত কয়েক বছরে বিরোধীরা বারবার শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলেছে। বিজেপি, বাম-কংগ্রেসের বক্তব্য, বেছে বেছে শাসক দলের লোককে চাকরি পাইয়ে দেওয়ার জন্যই এমন বন্দোবস্ত করেছে সরকার।