ফের কলকাতার রাস্তায় ধস। শিয়ালদহের জগত সিনেমা ঠিক উল্টোদিকে ৩০২ এপিসি রোডে রাস্তা ৭ থেকে ৮ ফুট বসে গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। যার জেরে একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছে ওই এলাকার যান চলাচল। যদিও যুদ্ধকালীন তত্পরতায় মেরামতির চেষ্টা করছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। তবে পরিস্থিতি ঠিক হতে কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছেন পুর-আধিকারিকরা। এই ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি সপ্তাহের প্রথমদিনে এপিসি রোডের মতো গুরুত্বপূর্ণ এই রাস্তায় এভাবে ধস নামায় তীব্র যানজটের তৈরি হয়। শুধু সংশ্লিষ্ট এই রাস্তাই নয়, সংযোগকারী বহু রাস্তায় তীব্র যানজট তৈরি হয়ে যায়। গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ফুলবগান, মানিকতলা, অন্যদিকে, রাজাবাজারের দিক থেকে কোনও যানবাহনই শিয়ালদহ পৌঁছতে পারে না। তীব্র হয় যানজট।