মেঘালয়ঃ সিএএ ও এনআরসি নিয়ে বিক্ষোভের জেরে গত ৪৮ ঘণ্টায় মেঘালয়ের রাজধানী শিলং-এ মৃত্যু হল ২জনের ৷ ভিন রাজ্যের শ্রমিককে খুনের ঘটনায় শিলং-এ স্থানীয় জনজাতি ও অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার KSU অ্যাক্টিভিস্ট এবং পূর্ব খাসি হিল জেলার ইছামতী এলাকার অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ঘটনায় 7 জন জখম হয় ৷ সিএএ এবং Pro-ILP (ইনার-লাইন পারমিট) নিয়ে একটি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ৷ এরপরই রাজ্যের ১১টি জেলার মধ্যে ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ ইন্টারনেট পরিষেবা চালু হলেও শনিবার নতুন করে হিংসার ঘটনা প্রকাশ্যে আসায় ফের পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ শিলঙের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয় কারফিউ।


