শিলিগুড়ির মেয়র পারিষদ সদস্য পরিমল মিত্র যোগ দিলেন তৃণমূলে
Posted onAuthorবঙ্গনিউজComments Off on শিলিগুড়ির মেয়র পারিষদ সদস্য পরিমল মিত্র যোগ দিলেন তৃণমূলে
পুরভোটের মুখে বাম বোর্ডে ভাঙন ধরল শিলিগুড়িতে। মেয়র পারিষদ সদস্য পরিমল মিত্র-সহ তাঁর অনুগামীরা যোগ দিলেন তৃণমূলে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন একইসঙ্গে মহিলা ও যুব নেতৃত্ব সিপিএম ছেড়ে তৃণমূলে আসেন।