কলকাতা জেলা

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে আজও শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। আজ সকাল থেকে বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ডহারবার শাখায় অবরোধ ও ওভার হেড তারে কলাপাতা ফেলে রাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে অবশ্য বারুইপুর-ডায়মন্ডহারবার শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ধাপধপি স্টেশনে নতুন করে অবরোধ হওয়ায় বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখায় এখনও ট্রেন বন্ধ। অন্যদিকে, গতকালের লুটপাট ও অগ্নিসংযোগের জেরে এখনও বজবজ শাখায় ট্রেন চালানো সম্ভব হয়নি। নতুন করে হামলা বা অবরোধ না হলেও এখনও কৃষ্ণনগর-লালগোলা, নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় ট্রেন বন্ধ আছে।