জেলা

শেওড়াফুলিতে করোনা আক্রান্তের পাড়ায় জীবাণু নাশক ছড়াল পুরসভা, নার্সিংহোমটিকে কোয়ারেন্টাইন নোটিশ

প্রিতম সোম, হুগলিঃ গত রবিবার শেওড়াফুলির বাসিন্দা ৫৬ বছর বয়সী এক ব্যক্তির দেহে ধরা পড়ে করোনা ভাইরাস। ওই ব্যক্তির করোনা ধরা পড়ার পরেই আতঙ্ক ছড়িয়ে ছিল এলাকায়। তাই বৈদ্যবাটি পুরসভা আক্রান্তের পাড়ায় জীবাণুনাশক রাসায়নিক ছড়ায়। সোমবার সকালে একটি দমকলের ইঞ্জিনে করে রাসায়নিক কীটনাশক ছড়ানো হয় এলাকায়। আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আসেপাশের বাড়িতে রাসায়নিক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়। রাসায়নিক ছেটানোয় আপাতত স্বস্তিতে এলাকাবাসী। আক্রান্ত ওই ব্যক্তি ২৫ থেকে ২৮ মার্চ চন্দননগরের একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। সোমবার ওই নার্সিংহোমটিকে রীতিমতো নোটিশ দিয়ে কোয়ারেন্টাইন করে দেয় হুগলি জেলা প্রশাসন।