কলকাতাঃ শোভন চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটার উপহার যে চটজলদি পেয়ে যাবেন, তা কিন্তু কোন মহলই আশা করতে পারেনি। মাত্র তিনদিন পরই নবান্ন থেকে শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফেরাল। সূত্রের খবর, দিদিকে প্রণাম করেন তাঁর স্নেহের কানন তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনকে ভুঁড়ি কমানোর পরামর্শ দেন মমতা। এমনকি কিছু ওষুধের কথাও বলেন। বেশ কয়েক ঘণ্টা দিদির বাড়িতেই ছিলেন শোভন-বৈশাখী। মমতা তাঁকে চারটে পাঞ্জাবী দিয়েছেন। শোভন দিয়েছেন দিদিকে দুটো শাড়ি। এমনকি দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন বৈশাখী। তারপর এক বাক্স চকোলেট দেন মমতাকে। সূত্রের খবর, সেই আলোচনাতেই শোভনের নিরাপত্তার প্রসঙ্গ ওঠে। সে দিন রাতে গোয়েন্দা বিভাগের কিছু অফিসার শোভনের বাড়িতে গিয়ে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। তারপরেই শুক্রবার নবান্নর তরফে শোভনের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়। শোভন চট্টোপাধ্যায় মোট ৮জন নিরাপত্তারপক্ষী পেতে চলেছেন। উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তা তুলে নেয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। এরপর কেটে গেল আড়াই মাস। অন্যদিকে শোভনবাবুর নিরাপত্তা প্রসঙ্গে বৈশাখীদেবী সংবাদমাধ্যমকে বলেন ‘তাঁর নিরাপত্তার বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি মানবিক দিক থেকে সমস্যা দেখেছেন। এতে অহেতুক রাজনীতি খোঁজার কোনও মানে নেই।’ তবে রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে।