কলকাতাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ হলে পরের দিনই সাইনবোর্ড খুলে দেবে বাংলার ছাত্র-যুবরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুংকার দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রবিবার ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নাম বদলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নতুন নাম হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষের অনুষ্ঠানে এসে মঞ্চ থেকে এমনই ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফাইল চিত্র।