কলকাতা

শ্রীরামকৃষ্ণের পরমহংসদেব-এর শেষকৃত্যের নথি বেলুড় মঠের হাতে তুলে দিল পুরসভা

শ্রীরামকৃষ্ণের ডেথ সার্টিফিকেট এবার তুলে দেওয়া হল বেলুড় মঠের হাতে। আজ কলকাতা পুরসভা আনুষ্ঠানিকভাবে তুলে দেবে এই নথি। আসল ডেথ রেজিস্টার দেওয়া সম্ভব নয়। তাই অবিকল রেপ্লিকা তৈরি করা হয়। সেটাই তুলে দেওয়া হল বেলুড় মঠের হাতে। এদিন কলকাতা কর্পোরেশনের তরফে অতীন ঘোষ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের হাতে এই ঐতিহাসিক নথির ফাইলটি তুলে দেন। যা গচ্ছিত থাকবে বেলুড়মঠের সংগ্রহশালায়। ফলে এবার থেকে ভক্তেরা চাইলে আশ্রমের অনুমতিক্রমে এই নথি চাক্ষুষ করতে পারবেন। গলায় ক্যানসার নিয়ে ১৮৮৬ সালের ১৫ অগাস্ট ইহলোক ত্যাগ করেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কলকাতা পুরসভা তাদের শ্মশানঘাটের একটি ঐতিহাসিক রেজিস্টার থেকে তা পাওয়া যায়। নথিতে তথ্য অনুযায়ী রামকৃষ্ণ পরমহংসের মহাপ্রায়ণ ঘটে গলায় ঘা-এর কারণে। সেখানে ৯৫০ নম্বর এন্ট্রিতে লেখা ছিল – রাম কিষ্টো প্রমোহংশ। ৪৯ কাশিপুর রোড, বয়স ৫২। মৃত্যু তারিখ ১৫ আগস্ট ১৮৮৬।