জেলা

ষষ্ঠীর দিন পুকুরের জলে তলিয়ে গেল তিন শিশু

নদিয়াঃ চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাত পোহালেই সপ্তমী। পুজো উপলক্ষে মেতে উঠেছে সাড়া বাংলা। এরই মাঝে ষষ্ঠীর সকালে বিষাদের সুর বেজে উঠল নদিয়া জেলার থানার পাড়া এলাকার মোক্তারপুর গ্রামে।ঘটনার সুত্রপাত একই দিনে তিন শিশুর মৃত্যুকে ঘিরে। রোজকার মতো শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়েছিল প্রতিবেশি তিন শিশু। এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিবেশিদের চোখ ফাঁকি দিয়ে পুকুরের জলে তলিয়ে গেল তিন শিশু। গ্রামবাসীদের চেষ্টায় উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই তিন শিশুকে।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে ওই গ্রামের বাসিন্দা তিন শিশু সঞ্চিতা, সুহানা ও তাঁদের এক সহপাঠী স্নান করতে গিয়েছিল বাড়ির পাশেই পুকুরে।ওই সময় পুকুরের অন্য ঘাটে স্নান করছিলেন কয়েক জন। স্নান করতে নেমে চোখের পলকে তলিয়ে যায় ওই তিন শিশু কন্যা। খুঁজে না পেয়ে গ্রামবাসীরা তল্লাশি চালিয়ে পুকুর থেকে উদ্ধার করে ওই তিন শিশুর দেহ। ঘটনায় তদন্তের পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।