মালদা

সংবাদমাধ্যমের পুলিশি দুর্গ পুজোর গেট পাস নকল করতে গিয়ে ধৃত এক বাইক

নিজস্ব সংবাদদাতা: পুলিশের দুর্গ পুজোর পুলিশের দেওয়া গেট পাশের নকল করে বাইক চালাতে গিয়ে ধৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদা জেলা শহরে। জানা গেছে খবরের কাজ করার সাংবাদিকের পুলিশের দুর্গাপুজো গাড়ি চালানোর জন্য একটি ছাড়পত্র পেয়েছিলেন। ছাড়পত্র পাওয়ার পর তিনি সেটিকে সক্রিয় রাখার জন্য বাড়ির সামনে সাইবার ক্যাফে জান ল্যামিনেশন করার জন্য যেহেতু তিন দিন কাজে লাগবে ওই ছাড়পত্র টি। কিন্তু এখানেই শেষ নয় ব্যতিক্রম। সংবাদমাধ্যমের ছাড়পত্র পাওয়ার কাগজটি নিয়ে কালার জেরক্স কপি করে গাড়ি চালানোর সময় দিত মালদা শহরের এক ব্যক্তি ধৃত মালদা জেলা ট্রাফিক চিন্ময়ী বাবুর কাছে। সাথে সাথেই চিন্ময় বাবু মালদা জেলা ট্রাফিক ওসি তরুণ সাহার হাতে। ধৃত ব্যক্তি মালদা জেলা পিরিজপুরের এলাকার বাসিন্দা। ঘটনা সম্পর্কে গেট ২০৬ নম্বর পুলিশের গেট পাস পাওয়া সাংবাদিক হক জাফর ইমাম কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঘটনা সম্পর্কে আমার কোন জানা নেই যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তবে দোষী কে উপযুক্ত শাস্তি পেতে হবে।