সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। বরং এই আইনের সাংবিধানিক মেয়াদ নিয়ে কেন্দ্রের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মোট ৫৯টি পিটিশন দাখিল করা হয়েছিল এই বিতর্কিত আইনের বিরুদ্ধে। তাতে স্থগিতাদেশ না দিয়ে বরং আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। আর এই আইন নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছে শীর্ষ আদালত। আদালত সূত্রে খবর, এই শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বলা হয়, ‘আমরা দেখে নিতে চাই বিষয়টি। আদৌ এতে স্থগিতাদেশ দেওয়া যায় কিনা।’ অর্থাৎ যদি উপযুক্ত কারণ দেখা যায় তাহলে এই আইনের ওপর স্থগিতাদেশ জারি করতে পারে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি এসএ বোবদে ছাড়াও ছিলেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী শুনানির সময় কেন্দ্রের এই বিষয়ে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। কারণ এই আইন কার্যকর করার সঙ্গে সঙ্গে গোটা দেশে আগুন জ্বলে উঠেছে। অসম সহ বেশ কয়েকটি রাজ্যে আন্দোলনের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া এই আইনের বিরুদ্ধে একাধিক মতামত পেশ করা হয়েছে। যার জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। সেখানে বলা হয়েছে এই আইন সংবিধানের গঠনতন্ত্র তথা আইনকে লঙ্ঘন করেছে। এমনকী বলা হয়েছে, সংবিধানের আত্মাকে আঘাত করেছে এই আইন। ফাইল চিত্র।