কলকাতা

সংস্কারের জেরে ৫ রাত বন্ধ থাকছে চিত্‍পুর সেতু

টালার পর এবার চিত্‍পুর সেতু, রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ বৃহস্পতিবার রাত থেকে টানা সোমবার পাঁচ রাত যান চলাচল বন্ধ থাকবে। তবে দিনের বেলা যেমন গাড়ি চলছে তেমনই চলবে। রাতে যেহেতু যানবাহনের চাপ অনেক কম থাকে তাই তখনই সেতুর রক্ষণাবেক্ষণে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এমনিতেই টালা সেতুর সংস্কারের জন্য আগেই যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গোটা উত্তর কলকাতার যানবাহনের গতি অনেকটাই শ্লথ হয়ে গিয়েছে। সেইসব যাত্রীবাহী বাস ও লড়ির চাপ গিয়ে পড়েছে চিত্‍পুর সেতুতে। এমনিতেই বহু পুরোনো চিত্‍পুর সেতু বার বার সংস্কারের জেরে পিচের পরতে মোটা হয়ে গিয়েছে ওজনে ভারী সেতুর উপর থেকে এত গাড়ির নিত্য যাতায়াতে বাড়তে পারে বিপদ।তাই সেতুর পিচ চেঁছে তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনের বেলা এই কাজ করলে উত্তর কলকাতা একেবারেই অবরুদ্ধ হয়ে পড়বে। সেকারণে রাতেই যান চলাচল বন্ধ রেখে করা হবে কাজ। বৃহস্পতিবার থেকে সোমবার এই কয়েকদিন রাতে চলবে কাজ। এই সময় বিটিরোড থেকে কলকাতাগামী গাড়িগুলিকে পি কে মুখার্জি রোড ও মন্মথ গাঙ্গুলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্য দিকে, উত্তরমুখী গাড়িগুলিকে চিত্‍পুর সেতু দিয়ে যাওয়ার বদলে ভূপেন বসু অ্যাভিনিউ এবং বাগবাজার স্ট্রিট দিয়ে পাঠানো হবে বি টি রোডে।