কলকাতাঃ রবিবার জনতা কার্ফুকে কেন্দ্র করে অনেক দোকানপাটই বন্ধ ছিল। মানুষ রাস্তায় বার হননি। আবার সোমবার বিকেল থেকে লকডাউন ঘোষণা হয়েছে কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলায়। ফলে সেখানে একটা প্যানিক পারচেজ নজর কেড়েছে সোমবার। তাই সকাল থেকেই যে যাঁর স্থানীয় বাজার দোকানে ভিড় জমান জিনিসপত্র কেনার জন্য। বিশেষত মুদির দোকান, চালের দোকান, মাছ-মাংসের দোকান বা কাঁচা আনাজের দোকানে ছিল মানুষের জিনিস কেনার হিড়িক। শহরের বিভিন্ন শপিং সেন্টারগুলি যেখানে এসব নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সেখানেও চিত্রটা ছিল একই রকম। অন্তত খাবারটুকু বাড়িতে মজুত রাখতে সকলেই চাইছিলেন। সকলেই প্রায় বলছেন বিকেল পর্যন্ত তো সময়। তারপর যদি কিছু না পাওয়া যায়! যদিও সরকার আশ্বাস দিয়েছে খাবার-দাবারের সমস্যা হবেনা। রাজ্য সরকার এই লকডাউনে ছাড় দিয়েছে মুদির দোকানের সামগ্রী, রেশন, ফল, সব্জি, মাছ, মাংস, দুধ, পাউরুটি (পরিবহণ সহ)। মুদি ও খাদ্য সামগ্রীর ই-কমার্স এবং হোম ডেলিভারিও।


