কলকাতা পুজো

সন্তোষপুর ত্রিকোণ পার্কে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হল

রথের রশিতে টান পরার সঙ্গে সঙ্গেই দুর্গা পুজোর সূচনা হয়ে যায়। সন্তোষপুর ত্রিকোণ পার্ক পুজো কমিটিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রাক পুজোর সূচনা হয়ে গেল। এ বছরে এই পুজো ৭০তম বর্ষে পদার্পন করতে চলেছে। প্রতি বছরই এই পুজোতে বিশেষ চমক থাকে। সেই ধারা বজায় রাখতে এবারে সন্তোষপুর ত্রিকোণ পার্ক-এর পুজোর ভাবনায় থাকছেন থিম শিল্পী অসীম পাল। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়। এলাকার মানুষের উপস্থিতিও ছিল নজরকাড়া। দেখুন ভিডিও –