জেলা

সবজির বাজরে দামের আগুন, বাজারদর নিয়ন্ত্রণে আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

 হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৷ এবার সেই নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার বিকেলে নবান্নে বাজার কমিটি ট্রান্সফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি ৷ লোকসভা নির্বাচনের পর থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই মুহূর্তে মধ্যবিত্তের অন্যতম প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । সাম্প্রতিক সময়ে সাধারণ সবজি থেকে শুরু করে মাছ-মাংসে অভাবনীয় মূল্যবৃদ্ধি ঘটেছে । সাধারণ মানুষকে তাঁদের দিনযাপন করতে রীতিমতো নাভিশ্বাস তুলতে হচ্ছে ৷ এই অবস্থায় মঙ্গলবার এই মূল্যবৃদ্ধি ও বাজারদর পর্যালোচনা করতেই বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটের সময় বৈঠকের জন্য বাজার কমিটি ট্রান্সফোর্সের সকল সদস্যদের নবান্নে উপস্থিত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী । নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ও বাজারদর নিয়ে পর্যালোচনা করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান । উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে এদিনের বাজার নিয়ে বৈঠকে বসার কথা জানান তিনি । মুখ্যমন্ত্রী বলেন, “মঙ্গলবার বিকেল সাড়ে 4টে নাগাদ বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে । সেখানে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হবে ।” সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় সবজি থেকে মাছের দাম বেড়েছে । জ্যোতি আলু বিক্রি হচ্ছে প্রতি কিলো 30 থেকে 35 টাকায় ।