জেলা

‘সবাই দিদিমণিকে ছেড়ে চলে গেছে, সিএএ আইনের ক্ষেত্রেও তাই হবে’, কটাক্ষ দিলীপ ঘোষের

২ দিনের সফরে মঙ্গলবার কোচবিহারে গিয়েছেন বিজেপি-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব এনে লাভ হবে না। কারণ এটা এখন সাংবিধানিক আইন। এটা এক প্রকার সংবিধানের বিরুদ্ধে প্রস্তাব নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “এ ধরনের নাটক আমরা আগেও দেখেছি। অনেক প্রস্তাব আগেও নেওয়া হয়েছে। কাজেই এ ধরনের প্রস্তাব এনে পরিবর্তন হয়নি।” পাশাপাশি বাম, তৃণমূল ও কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষের মন্তব্য, “কোন কোন ইশুতে ওরা এক আছেন আর কোন ইশুতে আলাদা সেটা আগে ঠিক করুক। এর আগেও দিদিমণি নেতা হতে গিয়েছিলেন। সবাই দিদিমণিকে ছেড়ে চলে গিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের ক্ষেত্রেও তাই হবে।” সংসদে যে আইন পাস হয়েছে সেটা কোনও রাজ্য সরকার অমান্য করতে পারে না ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। তাই পশ্চিমবঙ্গেও সিএএ ও এনআরসি হতে বাধ্য, বলেছেন বিজেপি-এর রাজ্য সভাপতি।