সম্প্রতি দিল্লি থেকে হাওড়ায় ফিরে আসা ৯ জন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) জওয়ানের শরীরে মিলল নোভেল করোনা ভাইরাস। জানা গিয়েছে, দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গিয়েছিল ২৮ জন আরপিএফ জওয়ানের একটি দল। রেলের সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে ফিরে আসার কথা ছিল তাঁদের। তবে লকডাউনের জেরে গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল রেলের পার্সেল ভ্যানে করেই দিল্লি থেকে হাওড়া এসে পৌঁছান তাঁরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। বেগতিক দেখে ওই জওয়ানদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি, তাঁদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট এলে দেখা যায় ৯ জন জওয়ানের শরীরে ঢুকছে করোনা ভাইরাস। এরমধ্যে রয়েছে খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা ৬ জওয়ান। এদিকে, রেল কর্মীদের একাংশের অভিযোগ, কেন্দ্রের বেঁধে দেওয়া বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে কর্মীদের একসঙ্গে কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। আরপিএফ জওয়ানদের শরীরে করোনা ভাইরাস মেলায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে রেলের কর্মীদের মধ্যে। পার্সেল ভ্যানে সরঞ্জাম নিয়ে আসার পর যাঁরা মাল খালাস করেছেন বা জওয়ানদের সংস্পর্শে এসেছন, প্রবল দুশ্চিন্তায় ভুগছেন সেই সমস্ত পার্সেল কর্মীরা। হাওড়ায় করোনায় আক্রান্ত আরপিএফ জওয়ানদের ব্যারাক সিল করে দিল পুলিশ। জানা গিয়েছে, ব্যারাকে এখন রয়েছেন ৯ জন জওয়ান। তাঁদের সকলকেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনী সামগ্রী ব্যারাকে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।