মালদা

সরকারি নির্দেশ পুরনো টোটো দুই মাসের মধ্যে ই-রিকশা বদলের প্রতিবাদে বিক্ষোভ

হক জাফর ইমাম, মালদা: সরকারি নির্দেশ পুরনো টোটোকে দু মাসের মধ্যে ই-রিকশায় বদলের প্রতিবাদে পথে নামলেন মালদার টোটো চালকেরা। মালদা জেলার টোটো এন্ড ই রিক্সা ড্রাইভার এন্ড অপারেটর ইউনিয়নের তরফে বুধবার বিকেলে টোটো চালকরা ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে পথ অবরোধ করেন। অবরোধ সামান্য সময়ের জন্য ছিল তারপরে তারা ফোয়ারা মোড়ে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক মুকুল কর্মকার, সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা কৌশিক মিশ্র, কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কাজী নজরুল ইসলাম প্রমুখ। কৌশিক মিশ্র বলেন, শিলিগুড়ি পুরো এলাকায় পুরনো টোটোকে বৈধতা দেয়া হয়েছে কিন্তু মালদায় ই রিক্সা রূপান্তরিত করতে বলা হচ্ছে। অটো চালকরা বেশিরভাগই গরিব ঘরের তাদের পক্ষে হাজার হাজার টাকা খরচ করে টোটোকে ই-রিক্সায় বদল করা সম্ভব নয়। তার অভিযোগ, এর আগে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে টোটো চালকদের লাইসেন্স দেওয়া হয়েছিল । বর্তমান পৌরসভার চেয়ারম্যান সেই লাইসেন্স মানছেন না। টোটো চালক দের সমস্যা নিয়ে পুরসভার চেয়ারম্যান সমস্যা নিয়ে আলোচনায় সামনেও আসছেন না। বর্তমানে কোন চালকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে।