পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও সুন্দরবনে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে বাংলাদেশের খেকুপাড়ার দিকে এগোতে শুরু করল ঘূর্ণিঝড় বুলবুল। শনিবার রাত এগারোটা নাগাদ ঘূর্ণিঝড়ের মধ্যভাগ ছিল সুন্দরবনের উপর। রাজ্য থেকে বিদায় নিলেও বুলবুলের প্রভাবে রবিবার দুপুর পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘলাই থাকবে চলবে মুসল ধারে বৃষ্টি। রবিবার বিকেল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর।