দেশ

সাধারণ মানুষের কথা শুনতেই চাই না, সিএএ-র সিদ্ধান্তে অনড় থাকব, বললেন প্রধানমন্ত্রী ‌

দিল্লির মুখ্যমন্ত্রী ‌কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন। কিন্তু সেখানে যাননি প্রধানমন্ত্রী। চলে গিয়েছেন বারাণসীতে। সেখানে গিয়ে সরকারের এককাট্টা মনোভাব আবারও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, ‘‌সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু-কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সিদ্ধান্তে অনড় থাকবেন তিনি। অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে এত বিক্ষোভ এত প্রতিবাদকে একবাক্যে উড়িয়ে দিলেন তিনি। সাধারণ মানুষের কেন প্রতিবাদ জানাচ্ছেন সংশোধিত নাগিরকত্ব আইন ইস্যুতে, তা তিনি শুনতেই চান। সাধারণ মানুষের বক্তব্যের কোনও মূল্যই নেই প্রধানমন্ত্রীর কাছে। এদিন আবারও সেটা স্পষ্ট করে দিলেন তিনি। এদিন বারাণসীতে পৌঁছে এক জনসভায় মোদি বলেন, ‘জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হোক বা নাগরিকত্ব সংশোধনী আইন, দুটোই দেশের স্বার্থে প্রয়োজন ছিল। যতই চাপ আসুক না কেন, আমরা নিজের সিদ্ধান্ত নিয়ে অনড় থাকছি এবং থাকব।’ এদিন প্রথমেই দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উঁচু মূর্তির উন্মোচন করলেন মোদী। এই মূর্তি বানানো হয়েছে এক বছর ধরে। বানিয়েছেন ২০০ শিল্পী। মূর্তির সঙ্গেই আরএসএস ভাবাদর্শী পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারেরও উদ্বোধন করেন মোদী।

https://www.facebook.com/narendramodi/videos/2693867647398244/