কলকাতাঃ আগামী বছর একটু দেরিতেই হবে দুর্গাপুজো। অক্টোবরের মাঝামাঝি পুজো শুরু হচ্ছে। পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে সরকারি কর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় সরকারিকর্মীদের টানা ১৫ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সারা বছর তাঁরা কাজ করেন। তাই পুজোর দিনগুলিতে তাঁদের ছুটি দিতে চান তিনি। ৩১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১৯ অক্টোবর সোমবার। তার আগে ১৭ ও ১৮ অক্টোবর শনি ও রবিবার। সব মিলিয়ে টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সব ধর্মের উত্সবের কথা ভেবেই ছুটির ক্যালেন্ডার তৈরি হয় বলে জানিয়েছেন তিনি। ছটপুজোতে ও এবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। পুজো নিয়ে বিজেপি শাসক দলের বিরুদ্ধে যেভাবে কুত্সা ছড়াতে শুরু করেছে তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি এও বলেন, রাজ্য সরকার সব ধর্মেরর উত্সবকেই সমান গুরুত্ব দেয়। সেই মতোই ছুটি দেওয়া হয়ে থাকে। ফাইল চিত্র।