কলকাতাঃ নির্বাচনের জন্য গত ১০ মার্চ ২০১৯ নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছিল আদর্শ আচরণ বিধি। সেই আচরণবিধি রবিবারই তুলে নেওয়া হয় কমিশনের তরফে। আর তার পরই সিআইডিতে নিজের পদ ফিরে পেলেন রাজীব কুমার। আজ নির্বাচনী আচরণ বিধি উঠে যেতেই রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতেই রাজীব কুমারকে সিআইডিতে ফেরার কথা জানানো হয়। একই সঙ্গে নির্বাচনে কমিশনের নির্দেশে যে সমস্ত পুলিস আধিকারিকরা পদ হারিয়েছিলেন, তাঁদের অধিকাংশকেই পুরনো পদে ফেরানো হয়েছে। কলকাতার পুলিস কমিশনার পদে ফিরেছেন অনুজ শর্মা। বিধাননগরের পুলিস কমিশনারের পদে ফেরানো হয়েছে জ্ঞানবন্ত সিংকে। এই দুজনকেই নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয়েছিল। কমিশনের তরফে কলকাতার পুলিস কমিশনার করা হয়েছিল রাজেশ কুমারকে। আর বিধানগরের পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এন রমেশবাবুকে।