দেশ

সিএএ ও এনআরসিতে উত্তাল অসম, শেষপর্যন্ত সফর বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

বিক্ষোভের ভয়? অসমে  ‘খেলো ইন্ডিয়া’র উদ্বোধনেও না মোদির!

সিএএ-এনআরসি-র প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তবে সর্বপ্রথম বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল উত্তর-পূর্বে রাজ্য অসমে। এনআরসি-র পর সাধারণ মানু্ষের ক্ষোভের আগুনে চলা ঘি ঢালার কাজ করেছিল সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। আর তারপরই বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি শাসিত অসম। আর সেই বিক্ষোভ এখনও জিইয়ে রয়েছে। আর এর জেরেই এবার অসম সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী শুক্রবার গুয়াহাটিতে ‘খেলো ইন্ডিয়া’র উদ্বোধনে যাওয়ার কথা ছিল তাঁর। সূত্রের খবর, এই মুহূর্তে অসমের পরিস্থিতি ঠিক নয়, বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। ফলে নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে বলে খবর। যদিও অসমের বিজেপি মুখপাত্র দিওয়ান জ্যোতি মারালের বক্তব্য, প্রধানমন্ত্রীর হাতে সময় নেই। তাই আসতে পারছেন না।